আগরতলা, ২৬ ডিসেম্বর : শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের পাঁচ এবং আট বছর বয়সি সন্তান সাহেবজাদারা ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে শহীদ বীর বালক দিবস উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজেপি রাজ্য সহ-সভাপতি বিধায়ক ভগবান দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাপস মজুমদার এবং মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় দেশের জন্য বলিদান হওয়া দুই বীর শিশুকে।
উল্লেখ্য, গুরু তেগ বাহাদুরের মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হন গুরু গোবিন্দ সিং তখন তার বয়স মাত্র ৯ বছর।একদিকে গুরু গোবিন্দ সিং ছিলেন নেতা, যোদ্ধা, কবি ও দার্শনিক। গুরু গোবিন্দ সিংয়ের চার পুত্রের অসীম সাহসিকতা এবং বীরত্বগাথার যাঁদের হত্যা করেছিল মোঘলরা।তাঁর চার পুত্রের নাম অজিত সিং, জুঝর সিং, জোরাওয়ার সিং এবং ফতেহ সিং। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই ২৬ ডিসেম্বর দিনটি ‘বীর বাল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ৯ জানুয়ারি এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে বীর বালক দিবস। আজ বিজেপির উদ্যাগে প্রদেশ কার্যালয়ে শহীদ বীর বালক দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন ভগবান দাস বলেন, শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের পাঁচ এবং আট বছর বয়সি সন্তান সাহেবজাদারা ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই ২৬ ডিসেম্বর দিনটি বীর বাল দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।