আগরতলা, ২৬ ডিসেম্বর : গোপন অভিযানের উপর ভিত্তি করে প্রায় এক লক্ষ গাঁজা গাছ ধ্বংস করেছে কলমচৌড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে মানিক্য নগর বেলুয়ারচর এলাকায় যৌথ অভিযান চালায় কলমচৌড়া থানার পুলিশ এবং ১১ নং ব্যাটালিয়নের টিএসআর জওয়ান।
এদিনের যৌথ অভিযানে মোট ছয়টি প্লটে ৩০ একর জমিতে গজিয়ে ওঠা প্রায় এক লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।। এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ অধিকারীক।