নবনিযুক্ত ধনপুর মন্ডল সভাপতির স্বাগত জানালেন যুব মোর্চার মন্ডল সভাপতি

আগরতলা, ২৫ ডিসেম্বর: নবনিযুক্ত ধনপুর মন্ডল সভাপতি বিপুল মজুমদারকে স্বাগত জানালো যুব মোর্চার মন্ডল সভাপতি গৌতম ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সংগঠনের সদস্যরা। 

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত হয়েছে ৬০ টি  বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি নাম ঘোষণা। সেই ঘোষণা অনুসারে সোনামুড়া চারটি বিধানসভা কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল ২৩ ধনপুর বিধানসভা। ভৌগলিক অবস্থান দিয়ে এই বিধানসভা অনেকটাই কঠিন। আর সেই কঠিন বিধানসভার মন্ডল সভাপতি দায়িত্ব পেলেন দুইবারের গ্রাম প্রধান বিপুল মজুমদার। মন্ডল সভাপতি হওয়ার পর প্রথম আজকে  ধনপুর কেন্দ্রের তেল কাজলা তার আগমন হয়েছে।

 তাঁর আগমনকে কেন্দ্র করে যুব মোর্চার মন্ডল সভাপতি গৌতম ঘোষ, পবারী পিন্টু ঘোষ সহ আরো অন্যান্য কার্যকর্তারা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালো তেলকলা কমিউনিটি হলে মন্ডল সভাপতি বিপুল মজুমদারকে। এদিকে মন্ডল সভাপতি বিপুল মজুমদার তাদের স্বাগত এবং তাদের আপ্যায়নে দেবতুল্য কার্যকরতা থেকে শুরু করে যুব মোচার মন্ডল সভাপতি গৌতম ঘোষ, পিন্টু ঘোষকে স্বাগত জানান। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপুল মজুমদার বলেন, তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের সাত এবং আট নম্বর যে দুটি বুথ কেন্দ্র রয়েছে সেখানে সিপিএমের কোন স্থান নেই। এই প্রতিশ্রুতি তেল কাজলা মানুষের মুখ থেকে শুনে মন্ডল সভাপতি বিপুল মজুমদার অনেক খুশি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *