আগরতলা, ২৫ ডিসেম্বর: বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে বুধবার সকালে অনুষ্ঠিত হয় এক পদযাত্রা। বুধবার সকালে আগরতলার রাজবাড়ির সামনে থেকে শুরু হয় এবং আগরতলা শহর পরিক্রমণ করে এই পদযাত্রা।
বুধবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রাজধানী আগরতলা শহরে এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা থেকে নেশা মুক্ত রাজ্য গঠনের আহবান জানান নেতৃবৃন্দ। বিশ্ব হিন্দু পরিষদের বজরংদলের পক্ষ থেকে রাজ্যভিত্তিক খেল কবাডি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
ত্রিপুরা প্রান্তের বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের পক্ষ থেকে রাজ্য ভিত্তিক খেলো কাবাডি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।২৫ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়। উপস্থিত ছিলেন প্রান্ত সম্পাদক, বজরং দল রাজ্য সংযোজক এবং পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি এবং প্রচার প্রসার প্রমুখ। নেতৃবৃন্দ জানান ব্লক ও জেলা ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ার পর আগরতলায় পঁচিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা।