আগরতলা, ২৫ ডিসেম্বর: বামুটিয়ায় মণ্ডল সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কৃত প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দে’র নেতৃত্বে স্বদলীয় শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে। ওই ঘটনা বামুটিয়া মণ্ডলের দক্ষিণ রামনগর জয় সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১০ নং শক্তি কেন্দ্র ইনচার্জ উৎপল দাস জানিয়েছেন, গত শনিবার বামুটিয়া বিধানসভার মণ্ডল সভাপতি পরিবর্তন হয়।নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হন শিবেন্দ্র দাস।উনি মণ্ডল সভাপতি নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দে ও তার সাঙ্গ পাঙ্গরা জয় সংঘ ক্লাব দখল করে এবং গত রাতে ১০ নং শক্তি কেন্দ্র ইনচার্জ উৎপল দাসের বাড়িতে বোমা নিক্ষেপ করে।
প্রসঙ্গত, বামুটিয়ায় ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির হাত ছাড়া হওয়ার অন্যতম নায়ক কাজল দে গোষ্ঠী ক্লাব দখল থেকে শুরু করে বোমা বাজিতে লিপ্ত হয় বলে অভিযোগ।