কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ এই সিরিজের শেষ দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। বক্সিং ডে’তে হতে যাওয়া সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন বাংলাদেশের সৈকত। এর পরের টেস্ট হবে ৩ জানুয়ারি, সিডনিতে। এটি সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সেই ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আম্পায়ার সৈকত।
লাল বলের ক্রিকেটে ৫টি ম্যাচে তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ নিয়েছে। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত তাঁর বিপক্ষে গেছে। বাকি ২৫টি সিদ্ধান্তই গেছে সৈকতের পক্ষে। যার ফলে বর্ডার-গাভাস্কার ট্রফির মতো হাইভোল্টেজ সিরিজে দায়িত্ব পেলেন তিনি।
2024-12-25