BRAKING NEWS

বেআইনিভাবে পারমিট প্রদান, প্রতিবাদে শহরে অটো চালকদের বিক্ষোভ

আগরতলা, ২৫ ডিসেম্বর: জিবি বাজার থেকে বনিক্য চৌমুনী পর্যন্ত বেআইনিভাবে পারমিট দেওয়া হচ্ছে অটো চালকদের। এমনকি, ওই সব রোডে পঞ্চায়েত এলাকার অটো আগরতলা পুর নিগম এলাকায় যাত্রী পরিষেবা প্রদান করেছে। এমনটাই অভিযোগ তুলে কুমারীটিলা বিটি কলেজ মাঠে বিক্ষোভে সামিল হয়েছেন অটো চালকরা। তাঁদের আরও অভিযোগ, পরিবহন দপ্তর এবং ট্রাফিক কর্মীদের কর্তব্যের গাফিলতি কারণে আজকে অটো চালকদের রুজিরোজগার বন্ধ হয়ে পড়েছে।

অটোচালক বাবুল মিয়া বলেন, আগরতলা পুর নিগম এলাকায় পরিবহন দপ্তর থেকে অটো পারমিট  দেওয়া বন্ধ আছে। তারপরেও পরিবহন দপ্তর থেকে পঞ্চায়েত এলাকাসহ বিভিন্ন রোডের অটোকে অবৈধভাবে জিবি- বণিক্য চৌমুহনী রোডের পারমিট দেওয়া হচ্ছে। এবিষয়ে পরিবহন দপ্তরের যোগাযোগ করা হলে জানা গিয়েছে তাদের আগরতলা পুর নিগম এলাকায় পারমিট প্রদান করা হচ্ছে।

তাঁদের অভিযোগ, পরিবহন দপ্তর থেকে ওই সব রোডে অবৈধভাবে পারমিট দেওয়া হয়েছে। পরিবহন দপ্তর এবং ট্রাফিক কর্মীদের কর্তব্যের গাফিলতি নিয়ে এদিন আঙ্গুল তুলেছেন তাঁরা। তাদের গাফিলতির কারণে আগামীদিনে রুজিরোজগার বন্ধের পথে এসেছে। যার ফলে তাদের পরিবার চালাতে খুব কষ্ট হবে। অতিসত্বর পরিবহন দপ্তরের তরফ থেকে এই সমস্যা সমাধান করা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *