BRAKING NEWS

মেঘালয়ে বিএসএফ-এর হাতে ধৃত আরও তিন বাংলাদেশি ও দুই ভারতীয় দালাল

শিলং, ২৪ ডিসেম্বর (হি.স.) : মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় বিএসএফ-এর হাতে আরও তিন বাংলাদেশি ও দুই ভারতীয় দালাল ধরা পড়েছে। গতকাল সোমবার পাকড়াও করা হয়েছিল ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং প্ৰায় ১০ লক্ষাধিক টাকার চিনি, মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

আজ মঙ্গলবার বিএসএফ-এর ৪ নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক জওয়ানরা পাঁচ ব্যক্তিকে আটক করেছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয় দালাল। এই দালাল বাংলাদেশিদের পারাপার করতে সহযোগিতা করছিল। ধৃত পাঁচজনকে পাইনুরসলা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতকাল বিএসএফ-এর জওয়ানরা পূর্ব খাসিপাহাড়া জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে ১৩ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করেছিল। তাদের হেফাজত থেকে ১০ লক্ষাধিক টাকার চিনি, মাদকদ্রব্য একং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *