ওয়াশিংটন, ২৪ ডিসেম্বর (হি.স.): জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। সোমবার (আমেরিকার স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। প্রাক্তন প্রেসিডেন্টের আপ্ত সহায়ক জানিয়েছেন, তাঁর কিছু রক্ত পরীক্ষা হবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ৭৮ বছর বয়সি প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসার জন্য গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা জানা যায়নি।
2024-12-24