আগরতলা, ২৩ ডিসেম্বর: সোমবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের রবীন্দ্র ভবনের ১ নং হলে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয় সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার।
নবীন বরণ উৎসবে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন, কলেজ জীবন হল জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় জীবনে চলার সঠিক পথ নির্ধারিত হয়। কলেজ জীবনে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি সমাজ দেশ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার অঙ্গীকার গ্রহণ করার দিন হল আজ। ছাত্র-ছাত্রীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষকদের ভূমিকা কথাও এদের উল্লেখ করেন তিনি।