আগরতলা, ২৩ ডিসেম্বর: চাকমাঘাট স্থিত ২৯ কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ে সোমবার নব নিযুক্ত মন্ডল সভাপতি ধনঞ্জয় দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে নব মন্ডল সভাপতি কে মানুষের স্বার্থে কাজ করার পরামর্শ দিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
প্রসঙ্গত, সোমবার রাজ্যের প্রতিটি মন্ডল সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি দল। আর মন্ডল সভাপতির নাম ঘোষণা হতেই বিভিন্ন স্থানে নব নিযুক্ত মন্ডল সভাপতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। সোমবার অনুরূপ ২৯ কৃষ্ণপুর বিধানসভার চাকমাঘাট স্থিত মন্ডল কার্যালয়ে নব নিযুক্ত মন্ডল সভাপতি ধনঞ্জয় দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি প্রাক্তন সভাপতি তপন নমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিজন কর, সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নতুন সভাপতি ধনঞ্জয় দাস কে মন্ডল সভাপতি করায় এদিনের অনুষ্ঠানে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং সভাপতি রাজিব ভট্টাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।তিনি আরো বলেন মন্ডল সভাপতি কে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তবেই ২৯ কৃষ্ণপুর মন্ডলে বিজেপি সংগঠন শক্তিশালী হবে।