কাছাড়ে এসটিএফ-এর অভিযানে উদ্ধার ২০ কোটি টাকার ইয়াবা ও হেরোইন, গ্রেফতার এক

শিলচর (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত শিলচর-শিলকুড়ি রোডে এসটিএফ-এর অভিযানে উদ্ধার হয়েছে ৬০ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট এবং ১২৫ গ্রাম হেরোইন। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলির আন্তর্জাতিক কালোবাজারি মূল্য কমপক্ষে ২০ কোটি টাকা। মাদক পাচারের অভিযোগে কাছাড়ের সোনাই বিধানসভা এলাকার বাসিন্দা সাহিল আহমেদ লস্করকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত একট মোটর-বাইক এবং মোবাইল ফোনের হ্যান্ডসেট।

এদিকে, সফল মাদক-বিরোধী অভিযানে রাজ্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। আজ রবিবার ভোররাত ০১:১৬টায় তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্যগুলির ফটো আপলোড করে রাজ্য পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাতে গুয়াহাটি থেকে কাছাড় জেলা সদর শিলচর ছুটে আসেন অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর আইজিপি ড. পার্থসারথি মহন্ত (আইপিএস)। কাছাড় পুলিশের পদস্থ আধিকারিক ও সশস্ত্র বাহিনী নিয়ে শিলকুড়ি রোডে মাদক-বিরোধী অভিযানে নামেন এসটিএফ-প্রধান পার্থসারথি।

আজ রবিবার এ খবর দিয়ে এসটিএফ-প্রধান পার্থসারথি মহন্ত জানান, প্রাপ্ত গোপন তথ্য অনুযায়ী গতকাল মধ্যরাতে তাঁরা একটি মোটর বাইকের গতিরোধ করে তাতে এবং বাইকার সাহিল আহমেদ লস্করের শরীরে তালাশি চালিয়ে ৬০ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট এবং ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন অভিযানকারীরা। তিনি জানান, তদন্তের স্বার্থে মাদক পাচারে ব্যবহৃত মোটর বাইকও হেফাজতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে শিলচর সদর থানায় ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

মাদক কারবারে সাহিলের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন এসটিএফ-আইজিপি ড. পার্থসারথি মহন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *