BRAKING NEWS

ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে একজোড়া পদক জয় ভারতের 

দোহা (কাতার), ২২ ডিসেম্বর (হি. স.) : বিদেশের মাটিতে একজোড়া ফের পদক জয় ভারতের। এশিয়ান জুনিয়র ও ইয়ূথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ – ২০২৪। ফের ভারতের পদক জয়ের খবরে ক্রীড়ামন্ত্রকের কাছেও সেই বার্তা পৌঁছেছে। ১৯০ কেজি বিভাগে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তথা সাই এর ইম্ফলের তরফেও প্রতিনিধি লামাবাম নীলম দেবী ও ৫৫ কেজি জুনিয়র ওমেন’স ক্যাটাগরিতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তথা সংক্ষেপে সাই, পাতিয়ালার তরফে কোয়েল বার উভয়েই একটি করে রৌপ্য পদক জিতেছেন ইয়ূথ ওমেন ক্যাটাগরিতে। নীলম দেবী মোট ১৯০ কেজি ভার উত্তোলন করেন। স্ন্যাচ বিভাগে – ৮৬ কেজি ও সি আ্যন্ড জে বিভাগে ১০৪ কেজি ওজন তুলেছেন তিনি। কোয়েল মোট ১৮২ কেজি (স্ন্যাচ বিভাগে – ৭৯কেজি ও সি আ্যন্ড জে – বিভাগে ১০৩ কেজি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *