নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ ডিসেম্বর:
ভারতীয় মজদুর সংঘের, বক্সনগর ইউনিটের সকল কর্মচারীদের নিয়ে বিধানসভা ভিত্তিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ডাকবাংলা মাঠ প্রাঙ্গনে। আজ সকাল ১১টায় বক্সনগর ভিত্তিক কর্মচারীর সংঘের সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিধায়ক তোফাজ্জল হোসেন।
বক্সনগর ব্লক এলাকার প্রায় ৭৫০ জনের উপরে কর্মচারীরা বিভিন্ন দপ্তরের কর্মরত। সমস্ত লাইন ডিপার্টমেন্টের কর্মচারীদের নিয়ে তিনটি বিভাগে সংগঠনের সভাপতি, সেক্রেটারী,ক্যাশিয়ার বানানো হয়। প্রত্যেক কমিটিতে ৩৫ জন মেম্বার এর মাধ্যমে। তিনটি সংগঠনের উল্লেখযোগ্য হল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কর্মচারী সংঘ কমিটি, আর ডি ব্লকের কর্মচারীদের নিয়ে একটি সংগঠন, অপরটি হল সমস্ত ডিপার্টমেন্টেরদের নিয়ে আরেকটি সংগঠন। শিক্ষক কর্মচারীদের সংগঠনের সভাপতি হলো কামাল হোসেন, আইসিডিএস এবং ব্লকের হল জয়ন্ত সরকার, অল ডিপার্টমেন্টের সভাপতি হলো বিজয় সরকার। নবনির্বাচিত সভাপতিদের বরণ করে নেন কর্মচারী নেতৃবৃন্দ।
আজকের এই মহতী সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন, ব্লক চেয়ারম্যান স্বপ্না সরকার নমো, ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সুভাষচন্দ্র সাহা ব্লক চেয়ারম্যান। আগরতলা থেকে আগত বিশিষ্ট সমাজসেবক তাপস দেব। বক্সনগর ব্লকের ২১ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এবং আইটিআই কলেজের প্রিন্সিপাল।