নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ ডিসেম্বর:
রবিবার যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৭ তম জন্ম মহোৎসব বিশালগড় সৎসঙ্গ বিহারে অনুষ্ঠিত হয়। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৭তম জন্ম মহোৎসব বিশালগড় সৎসঙ্গ বিহারে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রত্যেক বছরের ন্যায় এবারও বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন সৎসঙ্গ বিহারে ৬ই পৌষ রোজ রবিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৭ তম জন্ম মহ মহোৎসব পালন করা হয় । বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরের এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের লোকেদের বিশাল সমাগম পরিলক্ষিত হয়। আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার রাতে গঙ্গা-আনয়ন করেন। রবিবার সকাল থেকে স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকল ভক্তদের মধ্যে আনন্দবাজারের ব্যবস্থা করা হয়।