ফের হামলার শিকার সাংবাদিক, ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর:
প্রাণঘাতী হামলার শিকার এক সাংবাদিক। ঘটনা কামালঘাট শান্তিপাড়ায়। ৩ জনের বিরুদ্ধে লেফুঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে লেফুঙ্গা থানাধীন ১০৮ নং জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন মোহনপুর মহকুমার সুজিত নন্দী নামে এক সাংবাদিক। পুলিশের সহযোগিতায় অল্পেতে প্রাণে রক্ষা পান তিনি।আক্রমণকারীরা সাংবাদিক সুজিত নন্দীর মাথার হেলমেট খুলে নেয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ। রাতেই লেফুঙ্গা থানায় এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

ঘটনার বিবরণে রক্তাক্ত সাংবাদিক সুজিত নন্দী জানায় , দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে কামালঘাট শান্তিপাড়ার কয়েকজন যুবক বাঁধা দেয় এবং তার উপর প্রাণঘাতী হামলা করে। ঘটনাস্থলে  ছুটে যান লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, এসআই অজয় দেবনাথ সহ পুলিশ কর্মীরা। সুজিত নন্দীকে উদ্ধার করে পাঠায় হাসপাতালে। পরবর্তী সময় রাতেই লেফুঙ্গা থানায় যান স্থানীয় সাংবাদিকরা। সুজিত নন্দীর উপর আক্রমণের সঙ্গে যুক্তদের মধ্যে  উত্তম সূত্রধর, দীনবন্ধু দাস, দীপক দাস নামে ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান পুলিশের নিকট। এই বিষয়ে মোহনপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সুমন মহালনবিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হয়েছে সাংবাদিক সুজিত নন্দী। এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।  গণতন্ত্রের কণ্ঠরোধ করতে দেওয়া হবে না। সাংবাদিকরা সুজিত নন্দীর পাশে রয়েছেন এবং পুলিশ আশ্বস্ত করেছে যারাই সাংবাদিক সুজিত নন্দীর উপর আক্রমণ করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *