আগরতলা, ২২ ডিসেম্বর : ত্রিং উৎসব সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। গভীর রাতে উৎসব থেকে ফেরার পথে এক গাড়ির সাথে বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, একসাথে তিন যুবকের মৃত্যু, শনিবার গভীর রাতে একসাথে তিন যুবক এক বাইকে ত্রিং উৎসব থেকে বাড়ি ফিরছিল। তাদের বাড়ি রংমালা এলাকায়। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ান বাজার থেকে আগরতলা-উদয়পুর সড়কে এক গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিন যুবক রাস্তায় লুটিয়ে পড়ে।
রক্তাক্ত অবস্থায় প্রথমে তাদের বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাদের অবস্থা সংকটাপন্ন দেখে স্বাস্থ্য কেন্দ্র আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করে। আগরতলা যাওয়ার পথে রাস্তায় তিন যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত তিন যুবকের নাম বয়ার দেববর্মা(২২), মনোজ দেববর্মা(২৪), সালকা দেববর্মা বয়(২১) টিআর০৭ই৭৮৪৩ নাম্বারের বাইক চালিয়ে বাড়ি ফিরছিল তাঁরা। এই ঘটনায় রংমালা এলাকায় শোক বিরাজ করছে।