ঠান্ডায় জমে গিয়েছে ডাল লেক, কাশ্মীরে ‘চিল্লাই কালান’-এর সূচনা

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কাশ্মীরে ঠান্ডা এতটাই বেশি যে জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক। আর শনিবার থেকেই কাশ্মীরে শুরু হয়েছে ৪০-দিনব্যাপী “চিল্লাই কালান”-এর।

এছাড়াও হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, রবিবার পর্যন্ত হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থান এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, সিকিম ও বিহারে গভীর রাতে এবং ভোরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিল্লি-এনসিআর অঞ্চলে আগামী দুই দিন সন্ধ্যা এবং রাতের সময় ধোঁয়াশা এবং কুয়াশা থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *