BRAKING NEWS

পিএম সূর্য ঘর বিদ্যুৎ যোজনা রূপায়ণে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে : প্রহ্লাদ যোশী

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা রূপায়ণে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে রয়েছে, এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী যোশী। শুক্রবার কলকাতায় এই প্রকল্প রূপায়ণের বিষয়ে তিনি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, এখনও পর্যন্ত সারাদেশে ৬ লক্ষ ৩০ হাজার সূর্য ঘর মুফত্ বিজলী প্রকল্প ইনস্টলেশন হয়েছে। কয়েকটি রাজ্যে এই প্রকল্পে ভালো অগ্রগতি হলেও কিছু রাজ্য প্রকল্পটির রূপায়ণে অনেক পিছিয়ে রয়েছে। নাম না করে মন্ত্রী জানান, এই রাজ্যেও প্রকল্পের অগ্রগতি অত্যন্ত কম। প্রকল্পটি রূপায়ণে কোনও সমস্যা থাকলে সে বিষয়ে তাকে অথবা তার পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকে সরাসরি জানাতে বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে আবেদন জানান যোশী।

তিনি আরও বলেন, সৌর বিদ্যুৎ প্রকল্প অনেক বেশি সুস্থায়ী এবং এই প্রকল্পে বিদ্যুৎ অনেক বেশি সাশ্রয় হয়। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে দ্রুত পিএম সূর্য ঘর মুফত্ বিজলী যোজনা রূপায়ণে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সবাইকে আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *