আগরতলা, ২০ ডিসেম্বর: কল সেন্টারের আড়ালে ব্যাংক একাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা প্রতারণা করার হদিস পেল আর কে পুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণাকান্ডে জড়িত তিনজন যুবককে আটক করে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে উদয়পুর মাতাবাড়িস্থিত একটি হোটেলে কল সেন্টারের আড়ালে ব্যাংক একাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা প্রতারণা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। তিনটি অজানা নম্বরের ফোন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্তরা। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এক পুলিশ আধিকারিক।