হায়দরাবাদ, ১৯ ডিসেম্বর (হি.স.) : আইএসএলের দল হায়দরাবাদ এফসির প্রধান কোচ থাংবোই সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল। হায়দরাবাদ বর্তমানে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে রয়েছে। ১১ ম্যাচের দুটি জয় ও একটি ড্র করেছে তারা।
২০২০ সাল থেকে হায়দরাবাদের সহকারী কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর (যুব) হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি ২০২৩ সালের জুলাই মাসে প্রধান কোচের দায়িত্ব নেন। সহকারী কোচ সামিল চেমবাকাথ অন্তবর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন।