ধর্মনগরে দলীয় সভার অনুমতির দাবিতে ডেপুটেশন সিপিআই(এম)-র

আগরতলা, ১৯ ডিসেম্বর: ধর্মনগরে দলীয় সভার অনুমতির দাবিতে জেলা ও মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সিপিআই(এম)।

প্রসঙ্গত, সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে চতুর্থ উত্তর জেলা সম্মেলন আগামী ৩০ ডিসেম্বর ধর্মনগর অনুষ্ঠিত হবে। এমর্মে সিপিআই(এম) জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর পুর পরিষদের নিকট ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে জেলা সম্মেলন আয়োজন করার আবেদনপত্র জমা করা হয়। কিন্তু পুর পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয় ৩০ ডিসেম্বর ধর্মনগর মন্ডলের অনুষ্ঠান থাকায় সিপিআই (এম) এর জেলা সম্মেলনের জন্য অনুমতি দেওয়া যাবে না। এই সমগ্র বিষয় নিয়ে বুধবার দুপুরে সিপিআই(এম) জেলা কমিটির পক্ষ থেকে ধর্মনগর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ এর সাথে প্রথমে দেখা করে সম্পূর্ণ বিষয়টি তাঁর নজরে আনেন। সাথে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।সেখান থেকে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের নিকট সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন।

এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) দলের জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন,প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ,মহকুমা সম্পাদক অভিজিৎ দে সহ অন্যান্যরা।এদিনের ডেপুটেশন শেষে জেলা সম্পাদক অমিতাভ দত্ত বলেন, বিগত সাত বছর যাবৎ সিপিআই(এম) দল ধর্মনগরের কোথাও সভা সম্মেলন করার অনুমতি পায় নাই। সরকারি টাকায় নির্মিত ভবনে বিরোধী দল সভা সম্মেলন করার অনুমতি পায় না। অন্যদিকে শাসকদলের ক্ষেত্রে কোন ধরনের বিধি নিষেধ থাকে না। আগামী ৩০ ডিসেম্বরের পরিবর্তে একদিন পিছিয়ে অর্থাৎ ৩১ ডিসেম্বর জেলা সম্মেলন করার আবেদন রাখেন। যদি তাতেও আপত্তি থাকে তাহলে আগামী একবছরের মধ্যে কবে তাঁদেরকে অনুমতি দেওয়া হবে তারও দাবি জানান তিনি।