আমবাসা, ১৮ ডিসেম্বর : ধর্মনগর থেকে গন্ডাছড়া যাওয়ার পথে আমবাসায় আটক করা হয় এক মাল বোঝাই গাড়ি। ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৭০ প্যাকেট। প্যাকেটগুলোতে ২৭ লক্ষ সিগারেট পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, আজ ধলাই জেলার আমবাসা নাকা পয়েন্টে আমবাসা থানা পুলিশ সহ বিএসএফ মিলে এক পেঁয়াজ, আলু, লঙ্কা বোঝাই গাড়ি আটক করেছে। ওই গাড়িতে পণ্য জিনিসগুলির আড়ালে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা বার্মিজ সিগারেট নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন আজ পুলিশ আধিকারিক। তিনি বলেন, গাড়ির চালককে আটক করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো জানান, এই বার্মিজ সিগারেট ত্রিপুরা হয়ে বাংলাদেশের দিকে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।