BRAKING NEWS

আম্বেদকরের নাম নেওয়ার কোনও নৈতিক অধিকার কংগ্রেসের নেই : কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে হাতিয়ার করে বিক্ষোভে নেমেছে কংগ্রেস। এবার পাল্টা কংগ্রেসকে আক্রমণ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, বি আর আম্বেদকরের নাম নেওয়ার কোনও নৈতিক অধিকার কংগ্রেসের নেই।

বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “গত রাত থেকেই কংগ্রেস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণের একটি ছোট অংশ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুরো বক্তৃতায় অমিত শাহ বাবাসাহেব আম্বেদকরের প্রশংসা করেছেন। তিনি সদনকে আরও বলেছেন, কীভাবে আমাদের সরকার এবং বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, কেবল বাবাসাহেব আম্বেদকরের উত্তরাধিকারই নয়, তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিবেদিত। আমি কংগ্রেসকে বলতে চাই, বি আর আম্বেদকরের নামের অপব্যবহার বন্ধ করুন। বি আর আম্বেদকরের নাম নেওয়ার কংগ্রেসের কোনও নৈতিক অধিকার নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *