আগরতলা, ১৭ ডিসেম্বর : ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের ছবি ভারতীয় সেনাবাহিনীর প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ছবি খুলে নেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে যুব কংগ্রেস।
দেশের সেনাবাহিনীর প্রধান কার্যালয় থেকে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনাপ্রধানের আত্মসমর্পণের ছবি খুলে নেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে যুব কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এ ব্যাপারে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের যে ছবি ভারতীয় সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে লাগানো হয়েছিল সেই ছবি খুলে নেওয়া হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনীর আত্মসমর্পণের ছবি পুনরায় স্থাপন করার দাবি জানানো হয়েছে।