আগরতলা, ১৭ ডিসেম্বর : এক মাস পূর্বে নির্মিত সড়ক ভগ্নদশায় পরিণত হয়েছে। ধলাই জেলার লংতরাইভ্যেলী মহকুমার মনু পিডব্লিউডি এর অন্তর্গত ছৈলেংটা ফায়ার সার্ভিস থেকে ছৈলেংটা ভাঙ্গামুড়া স্কুল যাওয়ার ২ কিমি সড়ক নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে।
তাছাড়া, বর্তমানে ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের আমলে একাংশ ঠিকেদার সরকারি কর্মচারী ও চুনোপুটি নেতাদের সঙ্গে হাত মিলিয়ে চরম পর্যায়ে দুর্নীতি করে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। মনু পিডব্লিউডি এর অন্তর্গত ছৈলেংটা ফায়ার সার্ভিস থেকে ছৈলেংটা ভাঙ্গামুড়া স্কুলে যাওয়ার রাস্তাটি দেখলে এইসব অভিযোগের সত্যতা আয়নার মতো পরিষ্কারভাগে প্রমাণিত হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২২ সালে ধলাই জেলার লংতরাইভ্যেলী মহকুমার মনু পিডবলুডি অন্তর্গত ছৈলেংটা ফায়ার সার্ভিস থেকে ছৈলেংটা ভাঙ্গামুড়া স্কুল পর্যন্ত ২ কিমি সড়ক নির্মাণের টেন্ডার পায় স্থানীয় ঠিকেদার গৌরগোবিন্দ সাহা। টেন্ডার পাওয়ার পর ঠিকেদার গৌরগোবিন্দ সাহা, বহু তালবাহানা করে ২০২৪ এর অক্টোবর মাসে কাজ সম্পন্ন করে কাজের বিল হাতিয়ে নেয়। কিন্তু সড়ক নির্মাণ করার এক মাস যেতে না যেতেই ঐ রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে।
এদিকে, স্থানীয় জনগণের নির্মাণ শুরু হওয়ার প্রাথমিক সময় থেকেই অভিযোগ ছিল এই রাস্তা নির্মাণে দুর্নীতি হচ্ছে। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে মনু পিডব্লিউডি- এর এসডিও সেই দুর্নীতির দিকে নজর দেন নি। এতে সরকারি টাকার আদ্য শ্রাদ্ধ হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় এলাকাবাসী জানায়, বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের আমলে ত্রিপুরা রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই রাস্তার বেহাল দশা হয় আছে। যদিও কিছু কিছু জায়গায় সড়ক নির্মাণ কাজ চলছে বা সড়ক নির্মাণ কাজ হয়েছে। কিন্তু প্রত্যেক জেলাই এইরকম সড়ক নির্মাণ কাজের দুর্নীতির শিকার হয়েছে। এর জন্য একাংশ ঠিকেদারদের দায়ী করছেন স্থানীয়রা।
তাঁরা আরো বলেন, ধলাই জেলা তুলনামূলক প্রত্যন্ত হওয়ার কারণে ঠিকেদাররা সরকারি কর্মচারী ও স্থানীয় নেতাদের মদতে দুর্নীতি করে সড়ক নির্মাণ করে বিল হাতিয়ে নিচ্ছে। কিন্তু স্থানীয়রা বিপাকে পরেও কিছু বলতে পারছেন না।