ধর্মনগর, ১৭ ডিসেম্বর : মঙ্গলবার কালীদীঘীর পাড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠে আসছিল উক্ত জায়গায় কিছু অসামাজিক ব্যক্তিরা নেশা জাতীয় দ্রব্য সেবন করে খালি বোতল গুলো আম্রকুঞ্জের নীচে, কালী দীঘীর ভেতর ফেলে দিচ্ছে। এই খবর পেয়ে মঙ্গলবার সেই জায়গা পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। সেখানে গিয়ে তিনি সবকিছু খতিয়ে দেখেন,আশপাশের জনগণদের সাথে এব্যাপারে কথা বলেন এবং আসামাজিক ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
তিনি বলেন ধর্মনগর শহরকে আবর্জনা মুক্ত করে সুন্দর করে সাজিয়ে তুলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। উনার এই উদ্যোগে জনগণরাও এগিয়ে এসেছেন। কালী দীঘীর পাড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ ও আশপাশের গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য জনসাধারণও সক্রিয় ভূমিকা পালন করছে। কিন্তু কিছু কিছু খারাপ চিন্তাধারার অসামাজিক ব্যক্তিরা রয়েছে যারা প্রতিনিয়ত শহরের সুন্দর্য বৃদ্ধিতে বাধা দিচ্ছে। আম্রকুঞ্জ ও আশপাশের গাছগুলির আশেপাশে গাছের মধ্যে আবর্জনা নেশা সামগ্রী ফেলছে।
যারা এধরনের কাজ করছে তাদের এই আচরণকে নিন্দা জানান বিধায়ক।
তিনি বলেন যুগে যুগে কংশ রয়েছে, কংশের মতো ব্যক্তিরা রয়েছে। কংশ যেমন ভগবান শ্রীকৃষ্ণকে ধ্বংস করতে চেয়েছিল ঠিক তেমনি এযুগেও কংশের মতো ব্যক্তিরা প্রকৃতিকে ধ্বংস করতে চাইছে। সেইসাথে জনগণ যে স্বচ্ছতা, সৌন্দর্যতার প্রতি আগের থেকে বর্তমানে অনেক সচেতন হয়েছেন সেই বিষয়ও তিনি তুলে ধরেন ও প্রসংশা করেন।