ঠাণ্ডায় কাঁপছে ভূস্বর্গ, শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উপত্যকার জনজীবন

জম্মু, ১৭ ডিসেম্বর (হি.স.): কনকনে শীতে কাঁপছে কাশ্মীর উপত্যকা। ভূস্বর্গের প্রায় সর্বত্রই মঙ্গলবার সকালে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে। উপত্যকায় বহু জায়গায় পারদ হিমাঙ্কের নিচে।

শৈত্যপ্রবাহের ফলে বিপর্যস্ত হচ্ছে জম্মু ও কাশ্মীরের জনজীবন। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন না সেখানকার বাসিন্দারা। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকায় তুষারপাতের কারণে ঠান্ডা বাতাস বইছে। মূলত জম্মুতে ভোরবেলা ও সন্ধ্যায় বাড়ছে শীতের প্রকোপ। সকালে রোদের দেখা মিললেও, ঠান্ডা বাতাস বওয়ায় শীতের অনুভূতিই বেশি। এদিকে বৃষ্টি না হওয়ায় কৃষিকাজে প্রভাব পড়ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *