কৈলাসহর, ১৭ ডিসেম্বর : কৈলাসহরে শুরু হয়েছে সিপিএমের দুদিন ব্যাপী মহকুমা সম্মেলন। মঙ্গলবার কৈলাসহরের নজরুল কোলক্ষেত্রের সামনে প্রকাশ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীকাল দ্বিতীয় দিন হবে অভ্যন্তরীণ সম্মেলন।
বামফ্রন্টের কৈলাসহর বিভাগীয় দু’দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন প্রকাশ্য সভায় উপস্থিত সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চোধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে একটি সরকার বসে আছে যারা শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করে দিয়েছে। বিদ্যাজ্যোতি ইত্যাদি প্রকল্প বসিয়ে স্কুলগুলোর বারটা বাজিয়েছে। ফলে ব্যাঙে ছাতার মত প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে। তাছাড়া সর্বস্তরে স্কুলগুলোতে শিক্ষক নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। এই সবকিছুর জন্যই রাজ্য সরকারকে দায়ী করেছেন তিনি।
সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রশ্ন তুলে বলেন, বিজেপি সরকার মানুষের স্বার্থে উন্নয়ন করেছে। কয়টা স্কুল কয়টা হাসপাতাল করেছে। মানুষের অন্নের ব্যাবস্থা করেছে। তিনি বলেন মানুষের উন্নয়নে কোনো ভুমিকা এই সরকারের নেই। মানুষ তার মৌলিক অধিকার হারিয়েছে। এই সরকার কেড়ে নিয়েছে মানুষের অধিকার। ৩২বছর কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বামফ্রন্টের সরকার বসেছিল। এদিন তিনি তার বক্তব্যে বিজেপির সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য এখন লুটের রাজত্ব কায়েম হয়েছে। রেশন ব্যাবস্থা তুলে দেবার চেষ্টা চলছে। রেগার কাজের মুজুরী কমিয়ে দিচ্ছে। এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান করেন তিনি।