নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বিজেপি সংরক্ষণের বিরুদ্ধে এবং সেই কারণেই তাঁরা জাতিগত জনগণনার বিরুদ্ধে। মোদীজি দেশের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে তেমন কিছু জানেন না। সোমবার রাজ্যসভায় সংবিধান নিয়ে আলোচনায় এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, “যারা সংবিধানকে অসম্মান করে তাঁরাই আমাদের বক্তৃতা দিচ্ছেন।”
মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী সব জায়গায় নির্বাচনে গেলেও মণিপুরে যেতে রাজি নন। রাহুল গান্ধী সেখানে গিয়ে যাত্রা শুরু করেন। আপনার এত নিরাপত্তা, কিন্তু তা সত্ত্বেও আপনি সেখানে যাচ্ছেন না। কেন আপনি এই সমস্যার সমাধান করছেন না?”