নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ ডিসেম্বর:
কৈলাসহরের আশ্রম স্কুলের মাঠে আন্তর্জাতিক এক্সপো মেলা শুরু হয়েছে। মেলাকে কেন্দ্র করে কৈলাশহরবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়।
সোমবার কৈলাসহরের আশ্রম স্কুলের মাঠে প্রথম আন্তর্জাতিক এক্সপো মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই মেলা গত ১৩ই ডিসেম্বর থেকে জনগণের জন্য শুরু হয়ে গিয়েছিল। অনুষ্ঠান এর মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গীরজানন্দ মহারাজজী, কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন শ্রীমতি চপলা দেবরায়, জেলাশাসক দিলীপ কুমার চাকমা, মহকুমা শাসক শ্রী প্রদীপ সরকার, ইউনিভার্সেল এক্সপো এমডি রাজ চক্রবর্তী, এমডি ্ অশোক রায়, কাউন্সিলর দীপক রায়, স্থানীয় অর্গানাইজার অরুণ সাহা সহ অন্যান্যরা।
প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই মেলা চলবে আগামী ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।