নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর:
২৫ তম শিশু মেলার আয়োজন করেছে নব দিগন্ত ক্লাব। এ বছর মেলা রজতজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশু মেলার রজতজয়ন্তী বর্ষ পালন করছে এবছর জয়নগর এলাকার নব দিগন্ত ক্লাব। এই উপলক্ষে আজ ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে ক্লাবের সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, আগামী ৪ঠা জানুয়ারী থেকে ১৩ই জানুয়ারী জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ডঃ বি.আর. আম্বেদকর স্কুল ময়দানে ১০ দিন ব্যাপী শিশু উৎসব, তথা রজত জয়ন্তী বর্ষ মহা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আয়োজন করা হয়েছে। ৪ঠা জানুয়ারি বিকাল ৪ ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ২৫ তম শিশু উৎসবের শুভারম্ভ হবে।
১০ দিন ব্যাপি শিশু উৎসবে শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে আছে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, বাদ্যযন্ত্র, তবলা লহরা, শাস্ত্রীয় সঙ্গীত, সমবেত নৃত্য, খেলা ধুলা, মার্শাল আর্ট, যোগাসন ইত্যাদি। নাম রেজিস্ট্রেশনের জন্য ফর্ম দেওয়া হবে আগামি ২০শে ডিসেম্বর বিকাল ৪ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ ডিসেম্বর।৩থেকে ১৪ বছর পর্যন্ত শিশু ও বালক-বালিকারা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। বয়স গননা করা হবে ৩১শে ডিসেম্বর ২০২৪ইং অন্তিম সীমা ধরে। বয়সের প্রমান পত্রের কপি অবশ্যই জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি ২০ টাকা। আবেদন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার স্থান নবদিগন্ত সামাজিক সংস্থার কার্যালয়, বটতলা বাজার সংলগ্ন। মোট ১৮টি ইভেন্টে ২০০ পুরস্কার রয়েছে এ বছরের শিশু মেলায়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেককেই স্মারক এবং শংসাপত্র তুলে দেয়া হবে।