নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): রবিবার সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকী। আধুনিক ভারতের স্রষ্টা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে গোটা দেশ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী জানান, লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শত শত প্রণাম। তাঁর ব্যক্তিত্ব ও কৃতিত্ব দেশের ঐক্য, অখণ্ডতা ও বিকশিত ভারতের সংকল্প পূরণে দেশবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।