শ্রীভূমি জেলায় অ্যানকাউন্টার, গুলিবিদ্ধ চুড়াইবা‌ড়িতে পুলিশ-কর্মীহন্তা ফেরার লরিচালক

– দুর্ঘটনাগ্রস্ত ঘাতক ল‌রি থে‌কে প্রায় দু কোটি টাকার মাদক ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার

শ্রীভূমি (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : শ্ৰীভূমি জেলার ফানাইরবন্দে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে গুলিবিদ্ধ হয়েছে হিট অ্যান্ড রানে পুলিশ-কর্মীহন্তা পলাতক লরিচালক। গতকাল শনিবার শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি (অসম) পুলিশ ওয়াচপোস্ট এলাকায় কর্তব্যরত পুলিশকর্মী, যোরহাটের বাসিন্দা উজ্জ্বল বরাকে ল‌রি দিয়ে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল চালক।

গতকালই ফেরার লরিচালক চালক ও খালাসি যথাক্ৰমে ত্রিপুরার বাসিন্দা অভি‌জিৎ শব্দকর এবং গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানার পুলিশ। গতকাল (শনিবার) রাতে লরিচালক অভি‌জিৎ শব্দকরকে স‌ঙ্গে নি‌য়ে পু‌লি‌শের দল তদ‌ন্তের জন্য রাতাবাড়ি (অসমের শ্রীভূমি জেলা) থানাধীন দুল্লভছড়ার ফানাইরবন্দ এলাকায় যায়। সেখানে সু‌যোগ বু‌ঝে পু‌লি‌শ অফিসারের হাত থেকে পিস্তল কে‌ড়ে পু‌লি‌শের দিকে তাক করে রুখে দাঁড়ায় অভি‌জিৎ। পুলিশ তাকে কোনওরকমে বোঝানোর চেষ্টা করলে পিস্তল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে সে। তখন তাকে রুখতে বাধ্য হয়ে পুলিশ এক রাউন্ড গু‌লি চালায়। ডান পা‌য়ে গু‌লিবিদ্ধ হলে মাটিতে পড়ে যায় অভি‌জিৎ শব্দকর। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাস‌পাতালে। এদিকে ঘাতক লরির খালাশি থানার লকআপে বন্দি।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল শ‌নিবার কাক‌ভো‌রে ত্রিপুরা থে‌কে ১২ চাকার পণ্য-বোঝাই একটি ল‌রি চুড়াইবা‌ড়ি পু‌লিশ চেকগে‌টে আস‌লে তাতে রুটিন চেকিঙের জন্য সিগন্যাল দেন কর্তব্যরত পু‌লিশকর্মীরা। সিগন্যাল অমান্য করে পুলিশের ব্যারিক্যাড ভেঙে দ্রুতগতিতে লরি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক অভি‌জিৎ। পালানোর সময় লরিটি ধাক্কা দেয় ইউবি কনস্টেবল উজ্জ্বল বরা না‌মের পু‌লিশকর্মীকে।

পুলিশকর্মী উজ্জ্বল বরাকে ধাক্কা মেরে ঘাতক ল‌রি নি‌য়ে ঝড়ের গতিতে পালা‌নোর চেষ্টা করে চালক। ঘাতক লরি‌কে ধরতে অন্য একটি গাড়ি নিয়ে তার পিছু ধাওয়া করে চুড়াইবাড়ি এবং রাতাবাড়ি থনার পু‌লিশ। কিন্তু রাতাবাড়ি থানাধীন দুল্লভছড়ার ফানাইরবন্দ এলাকায় যাওয়ার পর যখন পু‌লি‌শ লরির গতিরোধ করে, তখন পুলিশের গা‌ড়ি‌তে ধাক্কা দি‌য়ে লরিটি পা‌শে জ‌মি‌তে গিয়ে প‌ড়ে। সে সময় সুযোগ বুঝে পা‌লি‌য়ে গা ঢাকা দেয় লরিচালক। লরির ধাক্কায় পুলিশের গা‌ড়িটিও দুর্ঘটনার কব‌লে প‌ড়ে। এতে রাতাবা‌ড়ি থানার ওসি বিমল ছেত্রী আহত হয়েছেন।

পরে ঘাতক তথা দুর্ঘটনাগ্রস্ত ল‌রিতে তালাশি করে পু‌লিশ বিভিন্ন পণ্যসামগ্ৰী ভরতি কার্টু‌নের নীচ থে‌কে প্রায় দু কোটি টাকার ২০ হাজার মাদক ইয়াবা ট্যা ব‌লেট উদ্ধার করে।

এদিকে হিট অ্যান্ড রানে গুরুতরভাবে আহত উজ্জ্বল‌ বরাকে ত‌ড়িঘ‌ড়ি পার্শ্ববর্তী বাজারিছড়ায় মাকুন্দা হাস‌পাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করে শারীরিক অবস্থা সংকটজনক বলে তাঁকে রেফার করা হয় শ্রীভূমি অসামরিক হাসপাতালে। শ্রীভূমি থেকে উজ্জ্বলকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার। কিন্তু দুর্ভাগ্যবশত শিলচর মেডিক্যালে নি‌য়ে যাওয়ার প‌থে মৃত্যুর কোলে ঢলে পড়েন উজ্জ্বল বরা।

জানা গেছে, নিহত পু‌লিশকর্মী উজ্জ্বল বরা ২০২২ সালে চাক‌রিতে যোগ দিয়ে‌ছি‌লেন। আগামী ইংরেজি নতুন বছরে বিয়ে করার কথা ছিল তাঁর। এদিকে মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে উজান অসমের যোরহাট থেকে প্রয়াতের প‌রিবারের লো‌কজন আজ র‌বিবার শ্রীভূ‌মি জেলা সদরে এসেছে পৌঁছেছেন বলে খবর পাওয়া গে‌ছে।