লিভারপুল, ১৫ ডিসেম্বর (হি.স.): অ্যানফিল্ডে শনিবার রাতে ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে দুই দফায় পিছিয়ে পড়ে ২-২ গোলে ড্র করেছে আর্না স্লটের দল লিভারপুল।
একাদশ মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার গোলে লিড পায় ফুলহ্যাম। গোল খাওয়ার পাঁচ মিনিট পর লিভারপুলের অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরুতে হাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল। মোহামেদ সালাহর থেকে বলতে পেয়ে ডাইভিং হেডে গোল করেন এই ডাচ ফরোয়ার্ড।
৭৬ মিনিটে ফের এগিয়ে যায় ফুলহ্যাম। বদলি নামা রদ্রিগো মুনিস গোল করেন।
৭৯ মিনিটে লিভারপুল কোচ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডারকে তুলে ফরোয়ার্ড জটাকে নামান। ৮৬ মিনিটে সেই জটার গোলেই লিভারপুল ম্যাচের সমতা আনে। দারউইন নুনেসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচ ২-২-এ শেষ হয়।
ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।