এমিরেটস, ১৫ ডিসেম্বর (হি.স.): এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
এভারটনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে আরও পিছিয়ে পড়ল আর্সেনাল।
লিগে টানা তিন ম্যাচ জয়ের পর গত সপ্তাহে ফুলহ্যামের সঙ্গে ড্র করেছিল আর্সেনাল। এবার এভারটনের বিরুদ্ধে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল তারা
রেলিগেশন কাছাকাছি থাকা এভারটনের বিপক্ষে আর্সেনালেরই ম্যাচে আধিপত্য ছিল। সব মিলিয়ে ১৩টি শট নিলেও ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে গানাররা। অন্যদিকে এভারটন মাত্র ২টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
১৬ ম্যাচে আট জয় ও ছয় ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল।১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে এভারটন। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।