নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): অভিব্যক্তি ও সংলাপের ভারসাম্যকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে ভারতীয় গণতন্ত্রকে। জোর দিয়ে বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। একইসঙ্গে তিনি বলেছেন, গণতন্ত্র কেবলমাত্র ব্যবস্থার উপর নয়, মূল মূল্যবোধের উপর নির্ভর করে। নতুন দিল্লিতে শনিবার ভারতীয় ডাক ও টেলিকমিউনিকেশন অ্যাকাউন্টস এবং ফিনান্স সার্ভিসের ৫০তম প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, বর্তমান প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি ভিতরে এবং বাইরে থেকে প্রায়ই অর্থপূর্ণ সংলাপ এবং খাঁটি অভিব্যক্তির ক্ষয় থেকে উদ্ভূত হয়। তিনি উল্লেখ করেন, অভিব্যক্তি এবং সংলাপ একে অপরের পরিপূরক এবং উভয়ের মধ্যে সম্প্রীতি সাফল্যের চাবিকাঠি। ধনখড় আরও বলেছেন, আত্মনিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, আধুনিক বেসামরিক কর্মচারীদের অবশ্যই প্রযুক্তি জ্ঞানী, পরিবর্তনের সহায়ক, ঐতিহ্যগত প্রশাসনিক সীমানা অতিক্রম করতে হবে।
2024-12-14