নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): কেরলের ওয়ানাডে ভূমিধস-বিপর্যস্ত মানুষজনের জন্য আর্থিক সহায়তার দাবিতে শনিবার সংসদের মকর দ্বারে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন কংগ্রেস সাংসদরা। ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কে সি বেণুগোপাল-সহ অন্যান্য নেতারা আর্থিক সহায়তার দাবি জানান। কেরল ও ওয়ানাডের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।
প্রিয়াঙ্কা এদিন অভিযোগ করেছেন, ওয়ানাডকে বিশেষ প্যাকেজ দিতে অস্বীকার করছে ভারত সরকার। তাঁর কথায়, “সরকার ওয়ানাডকে বিশেষ প্যাকেজ দিতে অস্বীকার করছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। হিমাচল প্রদেশও একই রকম বড় ধরনের ধ্বংসলীলা দেখেছে এবং সেখানে কংগ্রেস সরকার আছে। তাঁরা কেন্দ্রের সাহায্য চাইছে। এখনও উভয় ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার রাজনীতির কারণে ক্ষতিগ্রস্তদের তাঁদের প্রাপ্য দিতে অস্বীকার করছে। তাঁরা ভারতের নাগরিক। প্রাকৃতিক দুর্যোগের সময় কোনও বৈষম্য করা উচিত নয়।”