হ্যামিল্টন, ১৪ ডিসেম্বর (হি.স.) : শনিবার হ্যামিল্টনে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। অভিষেকের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন গাস অ্যাটকিনসন। তিনি তৃতীয় টেস্টের প্রথম দিন ৩ উইকেটে নিয়ে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক বছরে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।
তাঁর আগে ১৯৮১ সালে অভিষেক বছরে ৫৪ উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার টেরি অল্ডারম্যান। টেরিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন অ্যাটকিনসন। কারণ এই টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ পাবেন এই ইংল্যান্ড পেসার। ১১তম টেস্টে খেলতে নামা অ্যাটকিনসনের উইকেট এখন ৫১।
দিন শেষে ৯ উইকেটে ৩১৫ রান করেছে কিউইরা। ৫০ রানে অপরাজিত আছেন মিচেল স্যান্টনার। তাঁর সঙ্গে আছেন পেসার উইল ও’রুর্কি। নিউজিল্যান্ডের হয়ে আর ভালো রান করেছেন ইয়াং (৪২), অধিনায়ক লাথাম (৬৩) ও উইলিয়ামসন (৪৪)। অন্যদিকে এই টেস্ট ম্যাচ শেষ টেস্ট ম্যাচ ছিল টিম সাউদির। বিদায় ম্যাচে তিনি করেছেন ৩ ছয় ও ১ চারে ২৩ রান।