মুম্বই, ১৪ ডিসেম্বর (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের জন্য ভারতের ওডিআই এবং টি-টোয়েন্টি স্কোয়াড শুক্রবার রাতে ঘোষণা করেছে বিসিসিআই। ভারতের টি-২০ সিরিজটি ১৫ থেকে ১৯ ডিসেম্বর নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর ভাদোদরা কোটাম্বি স্টেডিয়ামে ২২ থেকে ২৭ ডিসেম্বর ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড: হরমনপ্রীত কৌর ( অধিনায়ক), স্মৃতি মান্ধানা , নন্দিনী কাশ্যপ, জেমিমা রড্রিগস, রিচা ঘোষ (উইকেট কিপার), উমা চেত্রি (উইকেট কিপার), দীপ্তি শর্মা, সাজনা সজীবন, রাঘবী বিস্ত, রেণুকা সিং ঠাকুর, প্রিয়া মিশ্র, তিতাস সাধু, সায়মা ঠাকুর, মিন্নু মণি, রাধা যাদব। ওয়ানডে সিরিজে ভারতের স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক ), স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল, জেমিমা রড্রিগস, হারলিন দেওল, রিচা ঘোষ (উইকেট কিপার), উমা চেত্রি (ক্রিকেট কিপার), তেজাল হাসাবনিস, দীপ্তি শর্মা, মিন্নু মানি, প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, তিতাস সাধু , সায়মা ঠাকুর, রেণুকা সিং ঠাকুর।