নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে মাতৃভূমিতে ফিরলেন ৪ ভারতীয় নাগরিক। দেশে ফিরেই ভারতীয় দূতাবাসের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানালেন তাঁরা। শনিবার সকালেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছন ৪ ভারতীয় নাগরিক। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আটকে পড়েছিলেন তাঁরা।
দেশে ফিরে আসার পর এক ভারতীয় নাগরিক বলেছেন, “আমি ১৫-২০ দিন আগে সেখানে গিয়েছিলাম। ভারতীয় দূতাবাস আমাদের উদ্ধার করেছে। প্রথমে আমরা লেবানন এবং তারপর গোয়া গিয়েছিলাম এবং আজ আমরা দিল্লিতে পৌঁছেছি। আমরা খুশি যে আমরা আমাদের দেশে পৌঁছেছি। ভারতীয় দূতাবাস আমাদের অনেক সাহায্য করেছে।”