রাঁচি, ১৪ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের বোকারোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও ভয়াবহ দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বোকারো-রামগড় জাতীয় সড়কে একটি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। বোকারোর কাশমার থানার অধীনে দান্তু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
বারমো সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) বিএন সিং বলেছেন, একটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে ৮ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।