বাঁশওয়ারায় সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক

উদয়পুর, ১৪ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের বাঁশওয়ারা জেলার বাজওয়ানা গ্রামে অবস্থিত ইন্ডিয়া সিমেন্ট লিমিটেডের কারখানায় বিস্ফোরণ। শনিবার সকাল ১০.৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

কয়লা পোড়ানোর ট্যাঙ্কে কার্বন গ্যাসের লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে জানা গেছে। বিস্ফোরণের শব্দ দুই কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে এবং পাঁচ কিলোমিটার দূর থেকে ধোঁয়া দেখা গেছে। দুর্ঘটনায় দগ্ধ শ্রমিকরা হলেন ঈশ্বরলাল (কুটুম্বি গ্রাম) ও দিলীপ (নৌখালা গ্রাম)। দুজনকেই বাঁশওয়াড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা বলছেন, কয়লা ডিপোতে কার্বন গ্যাসের মাত্রা ক্রমাগত বাড়ছে। এ বিপদের কথা একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।