আগরতলা, ১৪ ডিসেম্বর: রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করতে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের উপর জোর দিয়েছে সরকার। স্কিল ডেভেলমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বেকার যুবক যুবতীরা সাবলম্বী হতে পারে। আজ এমএমডিইউপি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা।
এদিন বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা সবুজ পতাকা নেড়ে এই বিষয়ে প্রচার গাড়ির যাত্রা শুরু করেন। সেই সঙ্গে একটি লোগো উন্মোচন করেন। প্রতিটি জেলায় এই ধরণের প্রচার গাড়ি উদ্বোধন করা হবে। এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্যে সরকারের কি কি প্রকল্প রয়েছে সেই বিষয়ে প্রচার চালানো হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ, রাজ্যের বিশিষ্ট ক্রিকেটের মণিশঙ্কর মুড়াসিং সহ অন্যানরা।
অনুষ্ঠানে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষিত করে কর্মসংস্থান প্রদান করা। যাতে করে যুবক যুবতীরা নিজের পায়ে দাঁড়াতে পারে। যারা কোন বিষয়ে প্রশিক্ষণ নিতে চান তা যেন জানাতে পারেন তার জন্যে একটি অ্যাপস চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা। সেই অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ৫ বছরের এই প্রকল্পের জন্যে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।