প্রয়াগরাজ, ১৩ ডিসেম্বর (হি.স.): ভারত পবিত্র স্থান ও তীর্থস্থানের দেশ। গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী এবং নর্মদার মতো অসংখ্য পবিত্র নদীর দেশ ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এর জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “এই নদীগুলির প্রবাহের পবিত্রতা, এই অসংখ্য তীর্থস্থানের গুরুত্ব ও মাহাত্ম্য, তাদের সঙ্গম, তাদের সংমিশ্রণ, তাদের প্রভাব, তাদের মহিমা, এটাই প্রয়াগ। প্রয়াগ হল যেখানে প্রতিটি পদক্ষেপে পবিত্র স্থান রয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপে পুণ্যময় স্থান রয়েছে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “প্রয়াগরাজের সঙ্গমের এই পবিত্র ভূমিকে আমি প্রণাম জানাই। আমি মহাকুম্ভে যোগদানকারী সমস্ত সাধু ও ঋষিদেরও প্রণাম জানাই। মহাকুম্ভ সফল করতে যাঁরা দিনরাত পরিশ্রম করছেন, আমি তাঁদেরও প্রণাম জানাই।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিশ্বের এত বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তকে স্বাগত জানানোর প্রস্তুতি, টানা ৪৫ দিন মহাযজ্ঞ, নতুন শহর প্রতিষ্ঠার মহা অভিযান, প্রয়াগরাজের এই ভূমিতে তৈরি হচ্ছে নতুন ইতিহাস। এটি ঐক্যের এত বড় মহাযজ্ঞ হবে যা সারা বিশ্বে আলোচিত হবে। এই অনুষ্ঠানের মহান ও ঐশ্বরিক সাফল্যের জন্য আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি।”