ভারতমালা প্রকল্প : প্রথম পর্যায়ে ১৮ হাজার কিলোমিটারের বেশি হাইওয়ে সম্পন্ন

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ গত ১০ বছরে পরিবহণ পরিকাঠামোতে অভূতপূর্ব বৃদ্ধি প্রত্যক্ষ করেছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। শুক্রবার নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে সম্বোধন করে মন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন, জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক ১.৬ গুণ বেড়েছে, ২০১৪ সালে প্রায় ৯১,২৮৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক ছিল, যা এখন এই বছরের নভেম্বরে ১ লক্ষ ৪৬ হাজার ১৯৫ কিলোমিটারে বেড়েছে।

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উল্লেখ করেছেন, ভারতমালা প্রকল্পের অধীনে, প্রথম পর্যায়ে ৩৪,৮০০ কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ করা হবে এবং প্রায় ১৮,৭১৪ কিলোমিটার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।