হাওড়া, ১১ ডিসেম্বর (হি.স.): শুনানি চলাকালীন ভরা এজলাসে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক বিচারাধীন বন্দির। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া দায়রা আদালতে।
সূত্রের খবর, এ দিন দুপুরে এজলাসে সাক্ষীদের বরাদ্দ করা জায়গার (উইটনেস বক্স) কাছে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বন্দি ধারালো ব্লেড নিয়ে কীভাবে আদালতের ভিতরে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের বিরুদ্ধে গাফলতির অভিযোগ উঠছে।
বিচারাধীন বন্দির নাম মুঙ্গেশ বাদলিয়া যাদব। মে মাসে হাওড়া স্টেশনের মালগুদাম চত্বরের উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা রিভু বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গোলাবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে। হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দি ছিলেন মুঙ্গেশ। সেই মামলার শুনানিতেই বুধবার অভিযুক্তকে হাওড়া দায়রা আদালতের সেকেন্ড এডিজে-র এজলাসে হাজির করানো হয়।