BRAKING NEWS

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভ টিএসএফ

আগরতলা, ১১ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে আজ সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছে তিপরা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)।

সংগঠনের জনৈক নেতা জানিয়েছেন, সংসদে ২০১৯ সালে ১১ ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছিল। তৎকালীন সময়েও ওই আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল টিএসএফ। তারপরও এই আইন পাশ হয়েছে। ত্রিপুরায় নয় গোটা উত্তরপূর্বাঞ্চলে আজকের দিন অর্থাৎ ১১ ডিসেম্বর দিনটিকে কালো দিবস হিসাবে পালন করি। প্রত্যেক বছর এই দিনে ওই আইন পাশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

তাঁদের দাবি, অতিসত্বর নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *