আগরতলা, ১১ ফেব্রুয়ারী: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে প্রশ্নপত্র তৈরির দাবিতে ফের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড: ধনঞ্জর গণের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন।
সংগঠনের জনৈক ছাত্র জানিয়েছেন, ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের একচেটিয়াভাবে একটি লিপিতে, বিশেষ করে ছাত্র ছাত্রীদেরম বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। তাই সংগঠনের দাবি বিগত বছরের মত এবছরও ককবরক পরীক্ষার্থীদের রোমান লিপি এবং বাংলা, উভয় লিপিতে লেখার ব্যবস্থা অব্যাহত রাখা হোক।
এদিন তিনি আরও বলেন, দীর্ঘ দিন যাবৎ ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানিয়ে আসা হচ্ছে। তারপরও দাবি পূরণের সরকার কোনো কর্নপাত করছে না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতির নিকটও ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করে নি। তাই আজ আবারো পর্ষদ সভাপতির নিকট তাদের দাবি সনদ তুলে দিয়েছেন তাঁরা।