BRAKING NEWS

দেশে পণ-বিরোধী আইনের অপব্যবহার বেড়ে চলার কথা জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): বুধবার সুপ্রিম কোর্ট দেশে পণ-বিরোধী আইন ৪৯৮-এ’র অপব্যবহার বেড়ে চলার কথা জানিয়েছে। শীর্ষ আদালতের মন্তব্য, এই আইন অহেতুক স্বামী এবং শ্বশুরবাড়ির উপর হেনস্থা করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে’।

বেঙ্গালুরুর আইটি কর্মী অতুল সুভাষের আত্মহত্যার ঘটনা নিয়ে তুমুল চর্চা এখন নেটমাধ্যমে। আর এই ঘটনার প্রেক্ষিতেই আজ সম্প্রতি বেঙ্গালুরুর ৩৪ বছর বয়সী আইটি কর্মী অতুল সুভাষের মৃত্যুতে তাঁর স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়ার উপর হেনস্থার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে এফআইআর দায়ের করাও হয়েছে। আর এই আবহকে মাথায় রেখে শীর্ষ আদালত তার পর্যবেক্ষণ জানিয়েছে আজ।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ৪৯৮এ আইনটি মূলত তৈরি হয়েছিল গার্হস্থ্য হিংসার হাত থেকে মহিলাদের রক্ষা করতে, পণ প্রথা রদ করতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা তাদের ব্যক্তিগত প্রতিশোধ চরিতার্থ করার জন্য এই আইনের অপব্যবহার করছেন, স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষদের অনৈতিকভাবে হেনস্থা করছেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা তাদের নিজেদের সমস্যা মেটাতে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে এই আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে অনেকাংশেই এই ধরনের মামলায় ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়। এক্ষেত্রে স্ত্রী কিংবা তাঁর পরিবারের উদ্দেশ্য থাকে অভিযুক্তকে নানারকমভাবে হেনস্থা করা। আর এই সমস্ত মামলায় তথ্য প্রমাণ ঠিকমত যাচাই করা না হলে আইনি প্রক্রিয়ারও অপব্যবহার হতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *